how to use potato for skin care – আপনাদের মুখে যদি ব্রণ, রোদে পোড়া দাগ, মেছেতার দাগ, বলিরেখা থাকে তাহলে আলুর ব্যবহার খুবই উপকারী। আলুর সাথে কয়েকটি উপাদান মিশিয়ে মুখে লাগালেই ফলাফল দেখতে পাবেন। আলুর মধ্যে অনেক রকম গুণ আছে। ত্বকের জন্য খুব ভালো।
- 1 how to use potato for skin care উপাদান গুলি হলো
- 2 ত্বকে আলুর উপকারীতা | how to use potato for skin care
- 3 ত্বকে মধুর উপকারিতা
- 4 how to use potato for skin care ১ পদ্ধতি
- 5 how to use potato for skin care ২পদ্ধতি
- 6 Conclusion
- 7 আরো পড়ুন : তৈলাক্ত ত্বকের যত্ন | Skin care for oily skin
- 8 গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
- 9 Author
how to use potato for skin care উপাদান গুলি হলো
- মধু
- হলুদ
- দুধ
- অ্যালোভেরা
ত্বকে আলুর উপকারীতা | how to use potato for skin care
আলু ব্যবহার করে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারেন। আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি, কপার, ক্যালসিয়াম, আয়রন, এবং ভিটামিন বি এই ভিটামিন গুলি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভীষণভাবে জরুরী।
ত্বকে মধুর উপকারিতা
মধুর যে শুধু স্বাস্থ্যেরই উপকার আছে সেটা না। রূপচর্চায় মধু ব্যবহৃত হয় ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে মধুর ব্যবহার অপরিহার্য। মধু আরামদায়ক ক্ষমতা দ্রুত ত্বকের ক্ষতি সারিয়ে দিতে পারে। মুখের বলীরেখা দূর করে, বয়সে ছাপ বোঝা যায় না, মুখ উজ্জ্বল এবং পরিষ্কার রাখতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, জিংক, আয়রন, কপার যা বিভিন্ন রোগ প্রতিরোধে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে ত্বকের জন্য খুবই কার্যকরী।
how to use potato for skin care ১ পদ্ধতি
ত্বকে আলু ও মধু ব্যাবহার এর নিয়ম
একটি আলু কে ভালো বেঁটে নিতে হবে তারপর আলু টাকে ভালো করে টিপে রস বের করে নিয়ে সাথে অল্প একটু মধু মিশেয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশনটি মিশে গেলে সেটিকে মুখে লাগিয়ে নিতে হবে। তার কিছুক্ষণ পর সেই মিশ্রণটি স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে আপনার ত্বক সুন্দর হয়ে উঠবে।
ত্বকে হলুদের উপকারিতা
হলুদ কে বলা হয় সোনালী মশলা। প্রাচীন কাল থেকে রূপচর্চার জন্য হলুদ এর ব্যবহার এর জুড়ি মেলা ভার। ত্বকের সব রকম অসুবিধা দুর করার জন্য খুবই উপকারী। হলুদ শুধু ত্বকের জন্য নয় স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী। হলুদে আছে পটাশিয়াম ভিটামিন সি ম্যাগনেসিয়াম ইত্যাদি সমৃদ্ধ। খুবই ভালো প্রাকৃতিক উপাদান।
ত্বকে দুধের উপকারিতা
দুধ আমরা কমবেশি, সবাই খাই দুধ খেলে আমাদের শরীরে যে প্রোটিনের ঘাটতি থাকে তা পূরণ হয়ে যায়। দুধ অনেক খানি কাজে লাগে, দুধের মধ্যে এমন কিছু উপাদান আছে যেমন ধরুন ভিটামিন -A ভিটামিন -B ক্যালসিয়াম সেলিনিয়াম ম্যাগনেসিয়াম তাই আমাদের শরীরকে ভালো রাখতে দুধের জুড়ি মেলা ভার। আপনারা কি জানেন এই দুধ শরীরের ভেতরের উপকারিতার সাথে সাথে ত্বকের উপকারিতাতে প্রচুর ভূমিকা আছে।
ত্বকে অ্যালোভেরা উপকারিতা
অ্যালোভেরা সম্পর্কে শুনেছেন এটি খুব জনপ্রিয় গাছ। আমরা জানি অ্যালোভেরা একটি অন্য রকম উদ্ভিদ যা দেহের জন্য অনেক উপকারী হতে পারে। তবে এটি আমাদের মুখের জন্য যে উপকারিতা দেয়, তা শুধুমাত্র অনুভব করা যেতে পারে,যখন এর সঠিক ব্যবহার করা হয় অ্যালোভেরা ত্বকের জন্য অত্যন্ত ভাল। এটা শুধু ত্বককে উজ্জ্বল করে তাই নয় অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারণে ত্বকের যেকোন অসুবিধা দূর করে। অ্যালোভেরা তে বিভিন্ন উপাদান যেমন ল্যাকটিন, মেনাস এবং পলিস্যাকারাইড ইত্যাদি আছে, যে গুলো ত্বকের জন্য ভালো। অ্যালোভেরা এক কথায় সব ধরনের ত্বকের জন্য খুবই উপকারী। তবে শুধু ত্বকের জন্য নয়, অ্যালোভেরা চুলের জন্যও খুবই কার্যকারী।
how to use potato for skin care ২পদ্ধতি
ত্বকে আলু, মধু ,হলুদ,দুধ,অ্যালোভেরা ব্যাবহার এর নিয়ম | how to use potato for skin care
প্রথমে আমরা আমাদের মুখটাকে পরিষ্কার করে নেব তারপর একটি পাত্রে আলুর রস নিয়ে নেব তার সাথে নিয়ে নেব এক চামচ মধু আর নেব এক চিমটি হলুদ আর তার সাথে এক চামচ দুধ এবং তার সাথে একটু অ্যালোভেরা মিশিয়ে নেব। সমস্ত কিছু উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর সেটিকে মুখে লাগাবো। কিছুক্ষণ লাগিয়ে রাখার পর শুকিয়ে গেলে সেটিকে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে নেব। দেখবেন আপনার ত্বক ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠবে।
how to use potato for skin care
Conclusion
রূপচর্চা অত্যন্ত জরুরী। ত্বকের যত্ন নিন।পদ্ধতিগুলি অনুসরণ করে চলুন, আপনার ত্বক আরো সুন্দর হয়ে উঠবে। ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে।তবে ত্বককে শুধু বাইরে থেকে পরিষ্কার রাখলে হবে না, ভেতর থেকেও ত্বক কে পরিষ্কার রাখতে হবে। তাই বেশি করে জল পান করুন।সুস্থ থাকুন ত্বকের যত্ন নিন।
সুস্থ্য থাকুন নিজের ত্বকের যত্ন নিন।
আরো পড়ুন : তৈলাক্ত ত্বকের যত্ন | Skin care for oily skin
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো (how to use potato for skin care!) কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন সংস্থা নয় এবং পরিচালনা করে না। এটা সমগ্র ইন্টারনেট জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rupcharcha.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় তাহলে ভুলের জন্য আমরা দায়ী নই।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
Medium Website | Click Here |
Rupcharcha Twitter Page | Click Here |
Rupcharcha Facebook Page | Click Here |
Didi khub sundor likhchen kintu aro likhun didi sathe achi..goromer kichu tips din didi😊
Thank You. porar post Goromer Tips niya.