রোদে পোড়া হাতের যত্ন নিচ্ছেন তো ঠিক ভাবে?
রোদে পোড়ার হাত থেকে মুখ বাঁচাতে আমরা ছাতা, সানগ্লাস ব্যবহার করি ঠিকই, কিন্তু আপনার হাতের ত্বক? প্রতিদিনের এই গরমে সুন্দর কোমল হাত দুটি কেমন যেন ফিকে, রুক্ষ আর কালচে হয়ে যাচ্ছে। মুখে যত্ন নিতে আমরা যতটা সচেতন, হাতে ঠিক ততটাই উদাসীন! আর তাই, আজ নিয়ে এলাম রোদে পোড়া হাতের যত্নে ৩টি দারুণ কার্যকর প্যাক যা ফিরিয়ে দেবে আপনার হাতের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ও কোমলতা।
লেবুর রস ও চিনি প্যাক
লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে ত্বকের দাগ হালকা করে, আর চিনি স্ক্রাবের কাজ করে। একটি ফ্রেশ লেবু কেটে রস বের করে তাতে অল্প চিনি মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি হাতে লাগিয়ে রাখুন ২০-৩০ মিনিট। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহারেই রেজাল্ট দেখবেন চোখে পড়ার মতো!
টক দই, শসা, টমেটো ও বেসনের প্যাক
এই প্যাকটি শুধু রোদে পোড়া দূর করে না, বরং ত্বককে করে তোলে ঠাণ্ডা, টাইট ও উজ্জ্বল। এক কাপ টক দই, আধা কাপ শসার রস, আধা কাপ টমেটোর রস ও আধা কাপ বেসন একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখ, গলা ও হাতে লাগিয়ে ৩০-৩৫ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন হালকা গরম পানিতে। প্রতিদিন গোসলের আগে শুধু টকদই ব্যবহার করলেও উপকার পাবেন।
অ্যালোভেরা জেল প্যাক (নাইট ট্রিটমেন্ট)
রাতের ঘুমের মাঝে কাজ করবে এই প্যাকটি। ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে হাতে বা রোদে পোড়া জায়গায় লাগান ও সারারাত রেখে দিন। সকালে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে আরও উজ্জ্বল, নরম ও হাইড্রেটেড।
- FOR FACE & HAIR : Pure aloe vera gel helps fight acne, pimples and wrinkles. It gently hydrates and moisturizes the dry …
- MULTIPURPOSE GEL: It acts as a moisturizer, hydrating gel, soothing gel, after shave gel, face mask for brighter skin, e…
- FRESH ALOE VERA LEAF: This Aloe Vera Gel is made from the pure pulp of Aloe Vera Juice and is extracted within 4 hours o…
এক্সট্রা কেয়ার টিপস:
- রোদে বাইরে বের হলে অবশ্যই হাতেও সানস্ক্রিন ব্যবহার করুন।
- কাজের ফাঁকে বারবার ধোয়ার পর সানস্ক্রিন আবার অ্যাপ্লাই করুন।
- প্যাক ব্যবহারের পর একটি ভালো মানের হ্যান্ড ক্রিম ব্যবহার করলে উপকার দ্বিগুণ হবে।
আপনি চাইলে অনলাইন থেকে (শপ.সাজগোজ.কম) কিংবা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত সাজগোজের ফিজিক্যাল স্টোর থেকেও কিনে নিতে পারেন আপনার পছন্দের স্কিন কেয়ার পণ্য।
💁♀️ তাহলে আর দেরি কেন? আজ থেকেই শুরু করুন রোদে পোড়া হাতের যত্ন।
সুস্থ্য থাকুন নিজের ত্বকের যত্ন নিন।
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো (3টি প্যাক দিয়ে হবে রোদে পোড়া ত্বকের সুরক্ষা Free) কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন সংস্থা নয় এবং পরিচালনা করে না। এটা সমগ্র ইন্টারনেট জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rupcharcha.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় তাহলে ভুলের জন্য আমরা দায়ী নই।
পাঠকদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব করবেন।
বিঃদ্রঃ: এই আর্টিকেলের প্রোডাক্ট লিঙ্ক গুলি অ্যাফিলিয়েট লিঙ্ক হতে পারে। আপনার প্রয়োজনে প্রোডাক্ট নির্বাচনে সতর্ক হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
Rupcharcha Medium Website | Click Here |
Rupcharcha Twitter Page | Click Here |
Rupcharcha Facebook Page | Click Here |
Rupcharcha LiveJournal Page | Click Here |
Rupcharcha Quora Page | Click Here |
Rupcharcha Pinterest Page | Click Here |
Rupcharcha Reddit Page | Click Here |