Easy Rules for the use of glycerin in 2024 | জানেন ত্বকে গ্লিসারিন ব্যবহার করলে কি হয়?

Rules for the use of glycerin
Spread the love On Social Media

can i use glycerin on my face

যারা ত্বকে glycerin ব্যাবহার করার জন্য দ্বিধা বা দ্বন্দ্বে আছেন তাদের জন্য কিছু tips খসখসে ত্বকে use of glycerin অনেক ভালো কাজ করে, সামান্য ২ফোঁটা glycerin হাতে পায়ে মেখে নিলে ত্বক থাকবে আদ্র এক নিমেষে ত্বকের শুষ্কতা দূর করে এই glycerin শীত আসতেই glycerin ব্যাবহার করে অনেকেই, এবং গরমে আমরা glycerin ব্যাবহার করতে পারি।

Rules for the use of glycerin
Rules for the use of glycerin

তবে জানেন কি glycerin ব্যাবহার করলে কি হয় ?

ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা ব্যবহারে ত্বকের উপকার হবে, glycerin শুধু শীত কালে ত্বকের আদ্রতা ফেরায় না বরং এর অন্যান্য অনেক গুণ ও আছে। নিচে এই পোস্টে কিছু দেওয়া হলো।

Use of Glycerin এর নানান গুণাবলী | can i use glycerin on my face

প্রতিদিন glycerin ব্যাবহারে skin এর আদ্রতা বজায় থাকে এবং skin উজ্জ্বল ও কোমল হয়ে ওঠে, skin আদ্র থাকায় skin এর বলিরেখা কম পড়ে।

Glycerin তেল মুক্ত তাই কোনো রকম ভাবে লোমকূপ বন্ধ করে না তাই glycerin ব্যাবহার করলে ব্রণ এর সমস্যা অনেকটাই কমে যায় ।

Glycerin এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিশ্চিন্তে এটি ব্যাবহার করা যায়। skin এর বিভিন্ন ক্ষত বা দাগ দুর করে এই glycerin, skin এর উপর সুরক্ষা কবজ হিসাবে কাজ করে এবং বিভিন্ন সাবানে ও প্রসাধনীতে ব্যাবহার করা হয় এই glycerin যাতে ত্বকের আদ্রতা বজায় রাখে।

mixture of aloe vera and glycerin for face
mixture of aloe vera and glycerin for face

তবে কিছু কিছু প্রসাধনীতে glycerin থাকা ভালো,যাদের skin এ ব্রণের সমস্যা আছে তারা glycerin যুক্ত ক্লিনজার মিশ্রিত ব্যাবহার করতে পারেন এবং ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক কম শুষ্ক হয়।

Tonar skin এর জন্য খুবই উপকারী, যে কোনো ত্বকের জন্য glycerin যুক্ত tonar খুবই ভালো, glycerin ব্যাবহার এ skin এর অতিরক্ত তেল ঠিক একটা আয়ত্বে এসে যায়।

এই ছাড়া সে সব sunscreen, moisturizer, fase mask বা সাবানে glycerin থাকে সে গুলো নিঃসন্দেহে skin এর জন্য ভালো,ত্বক যেহেতু একটি সেনসেটিভ জায়গা তাই বাজার থেকে যে কোনো ত্বকের প্রসাধনী না কেনায় ভালো।

তবে যে কোনো প্রসাধনী ব্যবহার এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সেটি আসল কি না,তবে বাজারে যে সব glycerin দেখতে পায় বেশির ভাগ ক্ষেত্রে আমাদের ত্বকের ক্ষতি করে। তাই glycerin ব্যাবহার করতে হলে অবশ্যই আপনাকে ভালো brand এর glycerin ব্যাবহার করতে হবে।

Glycerin ব্যাবহার এর 2 টি নিয়ম

গরমে glycerin কে এই ভাবে রোজ রাতে লাগালে পাবেন ফর্সা ও উজ্জ্বল দাগ হীন ত্বক।

আরো পড়ুন : তৈলাক্ত ত্বকের ব্রণ নিয়ে সমস্যাতে ভুগছেন ? how to remove Acne on Oily Skin

Rules 1 for the use of glycerin in 2024

প্রথমে face wash দিয়ে মুখ টা ধুয়ে নিতে হবে তারপর একটি অর্ধেক টমেটো তাতে সামান্য পরিমাণ বেসন নিতে হবে এটি ক্লিনজার এর কাজ করবে এরপর সেটি কে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করতে হবে যাতে ত্বকের ময়লা পরিষ্কার হয়ে যায়, এরপর 10মিনিট এটাকে ত্বকে রাখবো, তারপর পরিস্কার করে মুখ টা ধুয়ে নেব।

মুখে টা ভালো করে ধুয়ে নেয়ার পর মুখে একটি serum ব্যাবহার করতে হবে, এর জন্য একটি serum বানিয়ে নেব, serum বানাতে লাগবে একটি পরিস্কার পাত্র তাতে নেব কয়েক ফোঁটা glycerin তারপর নেব 2 চামচ গোলাপ জল এবং একটা ভিটামিন-E ক্যাপসুল।

এইটি আপনারা রাতে ঘুমাবার আগে ব্যাবহার করবেন, দেখবেন skin ফর্সা ও উজ্জ্বল হবে এবং এটি ব্যাবহার করলে মুখের ব্রণ ও রোদে পোড়া দাগ খুব সহজে উঠে যাবে 1 1 সপ্তাহ ব্যাবহার করার পর ফলা ফল বুজতে পারবেন।

Rules 2 for the use of glycerin in 2024

প্রথমে fase wash দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে, এরপর skin এর জল টা ভালো করে মুছে নিন। তারপর গোলাপ জল ব্যাবহার করুন বা glycerin যুক্ত টোনার ব্যাবহার করবেন টোনার টি ভালো ভাবে মুখের মধ্যে মিশে গেলে আপনি একটি moisturizer ব্যাবহার করবেন এবং সেই moisturizer টা তে 2 ফোঁটা glycerin ব্যাবহার করতে হবে, এরপর ওই moisturizer টা face এ ব্যাবহার করতে হবে তবে glycerin সরাসরি মুখে লাগাবেন না । glycerin এর সাথে গোলাপ জল এবং যে moisturizer এক সাথে মিশিয়ে লাগাবেন skin কে সুন্দর ও কোমল করে তুলবে স্নান করার পর এই উপকরণ কি ব্যাবহার করতে পারেন তাহলে সারাদিন আপনার ত্বক soft ও glowing থাকবে।

আরো পড়ুন : তৈলাক্ত ত্বকের যত্ন | Skin care for oily skin

Conclusion

Glycerin এর অনেক উপকারিতা আছে , শীত বা গ্রীষ্ম যে কোনো সময়ে ব্যাবহার করতে পারেন। ত্বকে যত্ন করা উচিত বয়েসের সাথে সাথে skin এর একটা বয়েসের একটা ছাপ আসে আর glycerin ব্যাবহার করার ফলে সেই ছাপ আর বোঝা যাবে না, নিয়মিত skin care করলে আপনার ত্বক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠবে,বেশি করে জল খান সুস্থ থাকুন নিজের ত্বকের যত্ন নিন।

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো ( Rules for the use of glycerin in 2024 ) কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন সংস্থা নয় এবং পরিচালনা করে না। এটা সমগ্র ইন্টারনেট জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rupcharcha.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় তাহলে ভুলের জন্য আমরা দায়ী নই।

পাঠকদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব করবেন।


Medium WebsiteClick Here
Rupcharcha Twitter PageClick Here
Rupcharcha Facebook PageClick Here

Author

  • Srijita Chakraborty

    Our mission at রুপচর্চা is to enhance your life with the essence of beauty, the knowledge of health care, and the excitement of the newest trends.

    View all posts

Spread the love On Social Media

2 thoughts on “Easy Rules for the use of glycerin in 2024 | জানেন ত্বকে গ্লিসারিন ব্যবহার করলে কি হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Top