COFFEE FACIAL – FOR SPOTLESS SKIN | Coffee face pack ব্যাবহার করার 2 টি Tips Check Now

COFFEE FACIAL FOR SPOTLESS SKIN
Spread the love On Social Media

মুখের দাগ দূর করতে Coffee facial ব্যাবহার করবেন কি না সেটা নিয়ে ভাবছেন ? তাহলে আর চিন্তা না করে আজ থেকে শুরু করে দিন, গরমে Coffee fecial ব্যাবহার করার, অন্যান্য face pack এর মধ্যে coffee হলো একটি আকর্ষনীয় Face pack, Coffee fecial করলে আর পার্লার যেতে হবে না,পার্লার না যেয়েও skin সুন্দর হয়ে উঠবে Coffee pack ব্যাবহার করে।

Coffee facial ব্যাবহার করলে যে গুণ গুলো পাবেন সে গুলো হলো :

  • coffee skin কে glowing করে।
  • healthy ও younger ও youthful রাখতে সাহায্য করে।
COFFEE FACIAL FOR SPOTLESS SKIN
COFFEE FACIAL FOR SPOTLESS SKIN

Coffee একটি antibacterial হিসাবে কাজ করে যেটা আমাদের skin এর জীবাণু হাত থেকে রক্ষা করে এবং skin কে healthy রাখে, শুধু তাই না coffee তে অনেক anti oxidant আছে যা আমাদের skin টাকে ভেতর থেকে পরিস্কার রাখে। Coffee দিয়ে face mask ব্যাবহার করলে ব্রণ দূর করতে সাহায্য করবে আর skin এর দাগ দূর করতে সাহায্য করবে।

Coffee face pack ব্যাবহার করার 2 টি Tips

COFFEE FACIAL – FOR SPOTLESS SKIN Pack 1

Coffee -র সাথে মিশিয়ে নেবেন বেসন, বেসন আমদের skin এর জন্য খুবই উপকারী, বেসন ব্যাবহার করলে মুখের ব্রণ দূর করে এবং skin এর বাড়তি তেল দুর করতে সাহায্য করে, এবং স্কিন টাকে একে বারে dry করে দেয় না, এটা skin এ প্রাকৃতিক ক্লিনজার হিসাবে ব্যবহার হবে, skin এর জন্য খুবই কার্যকরী, প্রতিদিন বেসন ব্যাবহার করলে আমাদের skin থেকে রোদে পোড়া দাগ দূর হয়, এবং Coffee facial skin এর তারণ্য ধরে রাখতে সাহায্য করে।

এরপর টক দই মিশিয়ে নেব টক দই এ Lactic acid আছে skin এর জন্য খুবই কার্যকরী, skin উজ্জ্বল রাখতে সাহায্য করে, আপনারা চাইলে aloe vera ব্যাবহার করতে পারেন aloe vera প্রচুর গুন এবং skin এর জন্য খুবই কার্যকরী skin এর ব্রণ দূর করে skin উজ্জ্বল করতে সাহায্য করবে Coffee facial skin এর দাগ দূর করতে সাহায্য করবে।

একটি পরিস্কার পাত্রে coffee, বেসন, টক দই বা aloe vera gel, skin এর ব্যাবহার এর জন্য পরিমাণ মতো উপকরণ গুলি নিয়ে নেবেন তারপর পুরো face ভালো ভাবে লাগিয়ে নেবেন, তবে আপনারা চাইলে সম্পূর্ণ body তে এই pack ta ব্যাবহার করতে পারেন।

১৫ মিনিট pack টি রাখতে হবে, তারপর শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে, এই pack টি আপনারা বানিয়ে রাখবেন না যখন ব্যাবহার করবেন তখন বানিয়ে নেবেন, সপ্তাহে ১-২ বার এই pack টি ব্যাবহার করবেন, বেশী ব্যাবহার করার প্রয়োজন নেই, আর যাদের dry skin তারা এই উপকরণ টির সাথে মধু মিশিয়ে ব্যাবহার করবেন, এরপর ১৫ মিনিট পর face টিকে ভালো ভাবে ধুয়ে নিতে হবে, face mask টি ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি moisturizer ব্যাবহার করবেন।

COFFEE FACIAL – FOR SPOTLESS SKIN pack 2

প্রথমে ২ চামচ coffee তারপর ২ চামচ নারকেল তেল নিতে হবে, নারকেল তেল skin এর জন্য খুবই ভালো, নারকেল তেল থাকে fatty acid skin কে নরম রাখতে সাহায্য করে এবং skin এর আদ্রতা ধরে রাখতে সাহায্য করে, এবং coffee আমাদের skin এর অতিরিক্ত তেল শুষে নেয় ফলে এই দুটি উপাদান এক সাথে ব্যাবহার করলে skin হয় কোমল ও উজ্জ্বল।

এরপর উপকরণ গুলি কে ভালো করে মিশিয়ে নিন, আর মিশ্রণ টি ভালো করে মিশে গেলে সেটি কে scrub হিসাবে ভালো করে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন তারপর হালকা হাতে ঘষে নিন face ও ঘাড়, এরপর pack টিকে ১৫ – ২০ মিনিট মুখে ও ঘাড়ে লাগিয়ে রেখে শুকিয়ে গেলে pack টিকে ভালো করে পরিস্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। সপ্তাহে এক দিন ব্যাবহার করবেন। Coffee খুবই কার্যকরী face pack এটি ব্যাবহার করলে বুজতে পারবেন ফলাফল।

Conclusion

চোখের নিচের কালো দাগ দূর করতে coffee এবং মধু মিশিয়ে একটি মিশ্রন বানিয়ে চোখের নিচে লাগিতে রেখে দেবেন ৫ মিনিট তারপর ধুয়ে নেবেন তাহলে চোখের নিচের কালো দাগ দূর হবে, খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই উপকরণ, পার্লার এর মত উজ্জ্বল ও glowing ও healthy হয়ে উঠবে coffee এই face pack গুলি ব্যাবহার করে।

নিজের ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন, বয়স হবার সাথে সাথে মুখে এর উজ্জ্বল ভাগ কমে যায় বয়সের ছাপ পড়ে অনেক রকম skin problem হয়, এখন থেকে skin এর যত্ন নিন মুখে কালচে দাগ দূর করুন নিজের skin কে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন, সুস্থ থাকুন নিজের ত্বকের যত্ন নিন।

এটা ভুলে যাবেন না skin এর যত্ন নেওয়ার সাথে সাথে জল খাবেন বেশি পরিমাণ, কারন বাইরে থেকে যত্ন নেওয়ার সাথে সাথে ভেতর থেকে যত্ন নিতে হবে সেটা খুব জরুরি, শরীর সুস্থ সাথে সাথে skin ও সুন্দর হয়ে উঠবে।

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো ( COFFEE FACIAL – FOR SPOTLESS SKIN ) কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন সংস্থা নয় এবং পরিচালনা করে না। এটা সমগ্র ইন্টারনেট জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rupcharcha.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় তাহলে ভুলের জন্য আমরা দায়ী নই।

পাঠকদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব করবেন।


Medium WebsiteClick Here
Rupcharcha Twitter PageClick Here
Rupcharcha Facebook PageClick Here

Author

  • Srijita Chakraborty

    Our mission at রুপচর্চা is to enhance your life with the essence of beauty, the knowledge of health care, and the excitement of the newest trends.

    View all posts

Spread the love On Social Media

2 thoughts on “COFFEE FACIAL – FOR SPOTLESS SKIN | Coffee face pack ব্যাবহার করার 2 টি Tips Check Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Top