honey for face at home অনেকেই মুখে মধু মাখেন। এবং ফেসপ্যাক বানান মধু দিয়ে। কিন্তু কেন মধু মাখেন মুখে যানেন? কী হয় মধু মাখলে? Can I apply honey directly on my face?, Is it safe to apply honey directly on face? etc.
মধু ত্বকের জন্য (Honey for Face at Home) খুবই উপকারী একটি উপাদান। মধু দিয়ে অনেকেই রূপচর্চা করে থাকেন। কেউ দইয়ের সঙ্গে মধু মিশিয়ে মাখেন। কেউ অন্য কিছুর সঙ্গে মধু মেশান। কেউ স্নানের আগে মাখেন, কেউ রাতে ঘুমাতে যাওয়ার সময়ে। এটি ত্বকে অতিরিক্ত তেল কে রোধ করে। ত্বকের তারণ্য ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকের কোলাজন বাড়াতে সাহায্য করে। মধু ত্বকের বার্ধক্যের প্রাথমিক লক্ষণ নিয়ন্ত্রণ করে এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমায়।
ত্বকে মধুর উপকারিতা | Honey for Face at Home
ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। ত্বকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে মধু। এতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। আছে বহু ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টও। সব মিলে ত্বক থেকে জীবাণু দূর করে। আবার ত্বক আর্দ্রও রাখে। এতে রয়েছে ভিটাইন বি, ক্যালসিয়াম, জিংক, পটাশিয়াম এবং লৌহ। উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ব্যাক্টেরিয়া প্রতিরোধক করার ক্ষমতা এবং রয়েছে কার্যকর নির্যাস যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
মধু ত্বকের ব্রণ দূর করতে কার্যকারি ভূমিকা পালন করে। এর প্রদাহরোধী উপাদান ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং প্রতিদিন ব্যবহারে ত্বকের ভারসাম্য (Honey for Face at Home) বজায় রাখে। এছাড়াও ত্বকের কড়া দাগ ও কালো দাগ দূর করতে সাহায্য করে। এমনকি ত্বকের খারাপ অবস্থা একজিমা বা সিরোসিস উপশমেও মধু সহায়তা করে। মধুর আরামদায়ক ক্ষমতা দ্রুত ত্বকের ক্ষতি সারিয়ে নিতে পারে।
বয়সের ছাপ দূর করতে অনেক সাহায্য করে। প্রোবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, পুষ্টি উপাদান এবং নির্যাস একসঙ্গে কাজ করে ত্বককে মসৃণ ও টানটান ও সুন্দর রাখতে সাহায্য করে। মধু ত্বককে তৈলাক্ত না করেই ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। মধু সম্পূর্ণভাবে বলিরেখা কমাতে না পারলেও এর দৃশ্যতা কমাতে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষয় পূরণ করে। ফলে ত্বকে সহজে বয়সের ছাপ দেখা দেয় না মুখে বলীরেখা দূর করে ত্বক কে আরো সুন্দর (Honey for Face at Home) করে তলে।
ত্বকে মধুর এর ব্যবহার এর উপাদান গুলি | Honey for Face at Home
- মধু ও লেবুর রস
- মধু ও টক্ দই
- মধু ও পাকা কলা
- মধু ও গোলাপ জল ও হলুদ
ত্বকে মধু ও লেবুর রস এর ব্যবহার নিয়ম
একটি পাত্রে ১ চামচ মধু এবং ১ চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে ২০ মিনিট ধরে মুখটা ভালো করে হালকা হাতে মালিশ করতে হবে। তারপর হালকা কুসুম গরম জল দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তাহলে আপনার ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে যাবে।
ত্বকে মধু ও টক্ দই এর ব্যবহার নিয়ম
একটি পাত্রে ১ চামচ মধু ১ চামচ টক দই ভালোভাবে মিশিয়ে সেটি আপনার ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। রোজ এটি ব্যবহার করার ফলে আপনার ত্বক মসৃণ এবং টানটান হয়ে যাবে। এটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই কার্যকারী।
ত্বকে মধু ও পাকা কলা এর ব্যবহার নিয়ম
একটি পাত্রে একটু মধু আর পাকা কলা চটকে ভালো করে মিশিয়ে নিয়ে সেটিকে আপনার মুখে লাগান। ১০ মিনিট পর আমার মুখটা পরিষ্কার করে ধুয়ে ফেলুন আপনার ত্বক উজ্জ্বল ও সুন্দর দেখাবে।
ত্বকে মধু ও গোলাপ জল ও হলুদ এর ব্যবহার নিয়ম
একটি পাত্রে ১ চামচ মধু ১ চামচ গোলাপ জল এবং এক চিমটি হলুদ মিশিয়ে নিন তারপর সেটি আপনার মুখে লাগিয়ে নিন। ত্বকে কিছুক্ষণ উপাদানটি রাখার পর যখন সেটি শুকিয়ে যাবে তখন মুখ টাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক খুব সুন্দর উজ্জ্বল মসৃণ টানটান ভাব হয়ে গেছে। আপনি এই পদ্ধতিটা কোথাও বেরোনোর আগে, কিংবা কোন অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগেই, পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আপনার মুখ আরো সুন্দর দেখাবে।
Conclusion | Honey for Face at Home
অ্যালার্জির সমস্যা থাকলে মধু ব্যবহার বেশ সমস্যা সৃষ্টি করতে পারে। তাই ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। মধু ত্বকে ব্যবহারের পরে অবশ্যই তা ঠিক মতো ধুয়ে পরিষ্কার করতে হবে। কারণ লোমকূপে মধু আটকে থাকলে তা থেকে থেকে ব্রণ এর সমস্যা হতে পারে। আপনার ত্বকের যত্ন নিন। আর বাইরে ত্বকের সাথে সাথে ভেতরের ত্বকের যত্ন নিন প্রচুর পরিমাণে জল পান করুন এবং সুস্থ থাকুন।
সুস্থ্য থাকুন নিজের ত্বকের যত্ন নিন।
আরো পড়ুন : তৈলাক্ত ত্বকের যত্ন | Skin care for oily skin
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো (Honey for Face at Home) কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন সংস্থা নয় এবং পরিচালনা করে না। এটা সমগ্র ইন্টারনেট জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rupcharcha.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় তাহলে ভুলের জন্য আমরা দায়ী নই।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
Medium Website | Click Here |
Rupcharcha Twitter Page | Click Here |
Rupcharcha Facebook Page | Click Here |
Free Link | Click Here |