খসখসে শুকনো চামড়া হবে কাঁচের মতো চকচকে! সহজ ৫টি উপায়

Published On:
Dry চামড়া মেকআপ

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

সকালে মুখে একগাদা ক্রিম মাখলেন, কিন্তু দুপুরে আয়নায় তাকিয়ে দেখেন সব ভ্যানিশ? ত্বক কি সাহারা মরুভূমির মতো শুকিয়ে টান ধরছে?

বিশ্বাস করুন, আপনি একা নন! তবে চিন্তার কিছু নেই। শুষ্ক ত্বককে “গ্লাস স্কিন” বা চকচকে বানানোর জাদুকরী উপায় আজ আপনার হাতের মুঠোয়।

এক নজরে (At a Glance)

  • 🧴 ক্লিনজিং: ফেনা হয় এমন ফেসওয়াশ বাদ দিন।
  • 💧 লেয়ারিং: পাতলা থেকে ঘন প্রোডাক্ট মাখুন।
  • 🥑 ডায়েট: ভেতর থেকে তেলের জোগান দিন।
  • ফেসিয়াল অয়েল: এটাই আপনার গেম চেঞ্জার।

কেন ত্বক এমন শুকনো হয়?

আসলে আপনার ত্বকে ন্যাচারাল তেলের অভাব আছে। ফলে চামড়ার সুরক্ষা দেওয়াল (Skin Barrier) দুর্বল হয়ে পড়ে।

তাই বাইরে থেকে আর্দ্রতা দিলেও তা বেশিক্ষণ টিকে থাকে না। আমাদের লক্ষ্য হলো, ত্বকের সেই আর্দ্রতা লক করে দেওয়া।

রুক্ষ ত্বককে ‘গ্লোয়িং’ করার ৫ ধাপ

১. ফেসওয়াশ নির্বাচনে সাবধান

শুরুতেই ভুল করবেন না। যেসব ফেসওয়াশ মাখলে প্রচুর ফেনা হয়, সেগুলো আপনার ত্বকের শত্রু।

এগুলো চামড়ার নিজস্ব তেল ধুয়ে ফেলে। তাই বেছে নিন ‘ক্রিম বা মিল্ক বেসড’ ক্লিনজার।

২. ভেজা ত্বকের ম্যাজিক

মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে ঘষে ঘষে মুছবেন না। ত্বক যখন হালকা ভেজা থাকে, তখনই টোনার বা সিরাম লাগান।

ভেজা ত্বক স্পঞ্জের মতো কাজ করে, যা প্রোডাক্টকে গভীরে শুষে নেয়।

৩. লেয়ারিং বা স্যান্ডউইচ মেথড

এটিই আসল সিক্রেট! প্রথমে হালকা পানির মতো টোনার, তারপর সিরাম, আর শেষে ভারী ময়েশ্চারাইজার।

একে বলে ‘স্কিনকেয়ার স্যান্ডউইচ’। এতে আর্দ্রতা সহজে পালাতে পারে না।

৪. ফেসিয়াল অয়েলের ব্যবহার

যেহেতু আপনার শরীরে তেল কম, তাই বাইরে থেকে ভালো তেল দিন। রোজহিপ অয়েল বা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন।

টিপস: ময়েশ্চারাইজার মাখার পর ২ ফোঁটা তেল মুখে চেপে চেপে লাগান। এটি সিল (Seal) হিসেবে কাজ করবে।

৫. ভেতর থেকে হাইড্রেটেড থাকুন

শুধু ক্রিম মেখে কাজ হবে না। প্রতিদিন পর্যাপ্ত পানি এবং ওমেগা-৩ যুক্ত খাবার (যেমন- মাছ, বাদাম) খেতে হবে।


ওল্ড স্কুল বনাম স্মার্ট কেয়ার

সাধারণ অভ্যাস (Old Way)স্মার্ট পদ্ধতি (New Way)
খসখসে তোয়ালে দিয়ে মুখ মোছাহালকা ভেজা মুখে ক্রিম মাখা
শুধু একবার ক্রিম মাখালেয়ারিং (টোনার > সিরাম > ক্রিম)
পেট্রোলিয়াম জেলি ঘষাফেসিয়াল অয়েলের ব্যবহার
গরম পানিতে মুখ ধোয়াহালকা কুসুম বা ঠান্ডা পানি

🤫 আমার গোপন টিপস (Rupkotha’s Secret)

রাতে ঘুমানোর আগে আপনার নাইট ক্রিমের সাথে ১ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মাখুন। সকালে উঠে দেখবেন ত্বক একদম শিশুদের মতো নরম আর তুলতুলে হয়ে গেছে! তবে ১ ফোঁটার বেশি দেবেন না।


সচরাচর জিজ্ঞাসা (FAQ)

১. আমি কি নারকেল তেল মুখে মাখতে পারি?

সরাসরি না মাখাই ভালো। নারকেল তেল অনেকের ত্বকের লোমকূপ বন্ধ করে ব্রণ সৃষ্টি করতে পারে।

২. স্ক্রাবিং কি রোজ করব?

একেবারেই না! ড্রাই স্কিনে সপ্তাহে ১ দিনের বেশি স্ক্রাব করবেন না। এতে ত্বক আরও ফেটে যেতে পারে।

৩. মেকআপ করলে কি স্কিন আরও ড্রাই হয়?

ভুল প্রোডাক্ট বাছলে হয়। ম্যাট (Matte) ফাউন্ডেশন বাদ দিয়ে ‘ডিউই’ (Dewy) বা লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন।

শেষ কথা

ত্বক তেলতেলে নয়, বরং হাইড্রেটেড রাখাই আসল লক্ষ্য। আজ থেকেই এই ‘লেয়ারিং মেথড’ শুরু করুন।

আপনার ত্বকের ধরন কী? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি উত্তর দেব! 👇

বিঃদ্রঃ: এই আর্টিকেলের তথ্য গুলি কেবলমাত্র সাধারণ স্কিনকেয়ারের তথ্যের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এটি কোনো মেডিকেল পরামর্শের বিকল্প নয়। পাঠকদের অনুরোধ করা হচ্ছে, আপনারা সমস্ত তথ্য নিজে থেকে যাচাই করে নিজের দায়িত্বে ব্যবহার করবেন। অনিচ্ছাকৃত ভাবে কোনো ভুল তথ্য থাকলে তার জন্য আমরা দায়ী নই। এই আর্টিকেলের কিছু প্রোডাক্ট লিঙ্ক অ্যাফিলিয়েট লিঙ্ক হতে পারে। আপনার প্রয়োজনে প্রোডাক্ট নির্বাচনে সতর্ক হোন।


Rupcharcha Medium WebsiteClick Here
Rupcharcha Pinterest PageClick Here

Follow Us On

Leave a Comment