Face Masks for Oily Skin in Summer free | গরমে অয়েলি ত্বকের যত্নে 5 টি প্রাকৃতিক ফেইস মাস্ক

Updated On:
Face Masks for Oily Skin in Summer free

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Face Masks for Oily Skin in Summer – সামারে ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ আর ব্রণর প্রকোপ যেন এক ভয়ংকর যুগল বন্দি। এই দুইয়ের সম্মিলন এমন এক সমস্যার জন্ম দেয়, যা ত্বকের স্বাভাবিক সৌন্দর্য হ্রাস করে। বিশেষত অয়েলি ও ব্রণ প্রবণ ত্বকের ক্ষেত্রে সামারের রোদ যেন বিষ ফোঁড়া হয়ে দেখা দেয়। কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট কখনো কখনো এই অবস্থাকে আরও খারাপ করে তুলতে পারে। তাই প্রকৃতির তৈরি কিছু ফেস মাস্ক হতে পারে ত্বকের জন্য আশীর্বাদ। চলুন, গ্রীষ্মকালে তেল তেলে ত্বকের যত্নে কয়েকটি অনন্য, প্রাকৃতিক উপাদানে তৈরি ফেস মাস্ক সম্পর্কে গভীর ভাবে জানিয়ে দিই।


অ্যালোভেরা, হলুদ এবং মধুর ফেস মাস্ক | 5 face masks for oily skin in summer

যা যা লাগবে:

  • অ্যালোভেরা জেল – ২ চামচ
  • খাঁটি মধু – ১ চামচ
  • হলুদের গুঁড়া – এক চিমটে

উপাদান গুলো যত্নে একত্র মিশিয়ে নিন। মুখে মসৃণ ভাবে লাগিয়ে দিন এবং ১৫ মিনিট শান্ত থাকুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরায় থাকা প্রাকৃতিক স্যালিসাইলিক অ্যাসিড ত্বকের গভীরে জমে থাকা ময়লা সরিয়ে পরিষ্কার রাখে, ব্রণর সম্ভাবনা কমায়। মধু ব্যাকটেরিয়া ব্যালেন্স করে, স্কিনকে দেয় কোমলতা। আর হলুদ, প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, ত্বককে দেয় দীপ্তিময় আভা ও ব্রণ হ্রাসে করে সাহায্য।


মুলতানি মাটি ও গোলাপজল এর অপূর্ব ফেস মাস্ক | 5 face masks for oily skin in summer

যা যা লাগবে:

  • মুলতানি মাটি – ২ চামচ
  • স্কিন ক্যাফে রোজ ওয়াটার – ২ চামচ

এই দুই উপাদান মিশিয়ে তৈরির করুন একটি পেস্ট। মুখে ধীরে ধীরে লাগিয়ে দিন এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

মুলতানি মাটিতে রয়েছে অয়েল অ্যাবজর্বিং বৈশিষ্ট্য, যা স্কিনের অতিরিক্ত তেল দূর করে এবং ব্রণ প্রতিরোধে কার্যকর। অপরদিকে, রোজ ওয়াটার কাজ করে প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে, পোরস সংকুচিত করে, স্কিন টোন ইভেন করে।


টকদই ও ব্রাইটেনিং ফেস মাস্ক | 5 face masks for oily skin in summer

যা যা লাগবে:

  • স্কিন ক্যাফে ব্রাইটেনিং মাস্ক – ২ চামচ
  • টকদই – ২ চামচ

উপাদান গুলি মিশিয়ে নিন নিখুঁত ভাবে। চোখ ও ঠোঁট বাদ দিয়ে পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

ব্রাইটেনিং মাস্কে উপস্থিত রয়েছে সাদা চন্দন, কমলার খোসা গুঁড়া, মুলতানি মাটি, শঙ্খ চূর্ণ যা ত্বককে প্রাকৃতিক উপায়ে উজ্জ্বল করে তোলে। টকদইয়ের অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা স্কিনকে করে ক্লিন ও রিফ্রেশ।


ওটমিল ও শসার শীতল ফেস মাস্ক | 5 face masks for oily skin in summer

যা যা লাগবে:

  • ওটস গুঁড়া – ১ চামচ
  • শসার রস – ১ চামচ
  • মধু – ১ চামচ

তিন উপাদান নিপুণ ভাবে মিশিয়ে পেস্ট বানান। ঠান্ডা প্রভাব পেতে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টা। এরপর মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শেষে হালকা হাতে স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্রাব সময় ১৫ সেকেন্ডের বেশি না হওয়াই উত্তম।

ওটসের Saponin নামক উপাদান মুখের অতিরিক্ত তেল শোষণ করে, নরম এক্সফোলিয়েশন ঘটায়। শসার রসে থাকে ত্বক ময়েশ্চারাইজ করার প্রাকৃতিক শক্তি, যা ত্বকের গভীরের ময়লা টেনে বের করে এনে পোরস ছোট করে ফেলে।


ব্রাইটেনিং ক্লে ফেস মাস্ক | 5 face masks for oily skin in summer

যারা ব্যস্ত জীবনে DIY ফেস মাস্ক বানাতে ক্লান্ত, তাদের জন্য এই মাস্ক এক পরম পাওয়া।

ব্যবহার বিধি:

টিউব থেকে পরিমাণ মতো বের করে সরাসরি মুখে লাগিয়ে দিন। মিশ্রণের ঝক্কি নেই, সোজাসাপ্টা ব্যবহার। ১০-১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সাপ্তাহে ১/২ বার ব্যবহারে পাবেন ফলাফল।

এই মাস্কে আছে অ্যাকটিভেটেড চারকোল, অ্যালোভেরা ও ভিটামিন ই তিন প্রাকৃতিক উপাদান। চারকোল স্কিনের গভীর থেকে সিবাম শোষণ করে ডিটক্সিফাই করে তোলে। অ্যালোভেরা রিচার্জ করে ত্বকের কোষ, দেয় ঠাণ্ডা আরাম। স্যালিসাইলিক অ্যাসিড একনের মূল জায়গায় কাজ করে আর ভিটামিন ই সূর্যের ক্ষত সারাতে সহায়তা করে।


এই পাঁচটি ফেস মাস্ক শুধু ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা কমায় না, বরং গ্রীষ্মকালীন রোদ ও ধুলার বিপরীতে তৈরি করে এক প্রাকৃতিক ঢাল। আপনি আপনার সময়, চাহিদা ও উপাদান অনুযায়ী যে কোনো ফেস মাস্ক বেছে নিতে পারেন।

আর, অথেনটিক বিউটি প্রোডাক্টস সংগ্রহে চাইলে ভরসা রাখতে পারেন রূপচর্চা-এর ওপর। ঘরে বসেই পড়ুন rupcharcha.in থেকে।

আরো পড়ুন : তৈলাক্ত ত্বকের ব্রণ নিয়ে সমস্যাতে ভুগছেন ? how to remove Acne on Oily Skin

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো (5 face masks for oily skin in summer) কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন সংস্থা নয় এবং পরিচালনা করে না। এটা সমগ্র ইন্টারনেট জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rupcharcha.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় তাহলে ভুলের জন্য আমরা দায়ী নই।

পাঠকদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব করবেন।

বিঃদ্রঃ: এই আর্টিকেলের প্রোডাক্ট লিঙ্ক গুলি অ্যাফিলিয়েট লিঙ্ক হতে পারে। আপনার প্রয়োজনে প্রোডাক্ট নির্বাচনে সতর্ক হোন।


Rupcharcha Medium WebsiteClick Here
Rupcharcha Twitter PageClick Here
Rupcharcha Facebook PageClick Here
Rupcharcha LiveJournal PageClick Here
Rupcharcha Quora PageClick Here
Rupcharcha Pinterest PageClick Here
Rupcharcha Reddit PageClick Here

Follow Us On

Leave a Comment