আপনি কি ব্রণ সংকান্তে ভুগছেন ? Aloe Vera gel দিয়ে ব্রণ দূর করার Easy উপায় 2024 Apply Now

Aloe Vera gel
Spread the love On Social Media

তাহলে আর চিন্তা না করে কিছু tips ব্যাবহার করুন যা আপনাকে চিন্তা মুক্ত করবে, আর tips গুলো নিয়মিত প্রয়োগ করলে ভালো ফল পাবেন,ব্রণ ও ব্রণের জেদি দাগ দুর করবে মুখ ফর্সা ও উজ্জল করতে সাহায্য করবে।

Aloe Vera gel
Aloe Vera gel

ব্রণ দূর করতে মূল উপাদান Aloe Vera gel

Aloe Vera gel সব ধরনের ত্বকের ক্ষেত্রে খুব ভালো কার্যকরী। এই কয়েকটি উপাদান ব্যাবহার করলে ভালো ফল পাওয়া যাবে। Aloe Vera gel এ আছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাসিয়াম, ফলিক এসিড, এবং ভিটামিন-A ও ভিটামিন-B ইত্যাদি তাই এটি ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে এবং তার পাশাপাশি মুখ, soft glowing করে তুলবে।

Aloe Vera gel ব্যাবহার করার কিছু নিয়ম

আগে আপনি আপনার প্রতিদিনের ব্যাবহারের face wash নেবেন তারপর aloe vera gel নেবেন, তবে সব থেকে ভালো হয় যদি আপনি aloe vera গাছের পরিস্কার জেল ব্যাবহার করেন, এই পরিস্কার জেল ব্যাবহার করার ক্ষেত্রে একটি tips খেয়াল রাখতে হবে আর যদি ঠিক মত খেয়াল না রাখা হয় তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না, তাই সব সময় খেয়াল রাখবেন aloe vera gel ব্যাবহারের ক্ষেত্রে Aloe Vera পাতাটি গোড়ার অংশ কেটে আধা ঘণ্টা জন্য রেখে দেবেন, তারপর কাটা অংশ থেকে কস্ বেরিয়ে আসলে সেটি আপনি aloe vera gel এর পাতা থেকে ধুয়ে নিয়ে তারপর পরিস্কার aloe vera gel বের করে নেবেন।

Aloe Vera gel এর কিছু ফেস প্যাক

আগে হাত দুটি ভিজিয়ে নিন জলে, তারপর পরিমাণ মত face wash নেবেন এরপর এর মধ্যে সমপরিমাণ aloe vera gel দিয়ে ভালো ভাবে ফেনা তুলে নেবেন, তারপর মুখে লাগিয়ে হলকা হতে এক মিনিট ম্যাসেজ করে ধুয়ে ফেলবেন। এই ভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ও ঘুমাতে যাবার এক ঘন্টা আগে face wash ও aloe vera gel এর মিশ্রণ করে মুখে লাগিয়ে ম্যাসেজ করে তারপর মুখটা ধুয়ে নেবেন।

Aloe Vera gel এর একটি fase pack বানিয়ে নেব। এর জন্যে একটি পরিস্কার বাটি তে দুই চামচ aloe vera gel নিতে হবে, এরপর এক চামচ চন্দন গুড়ো নেব, রূপচর্চা অনেক আগে থেকে চন্দন এর ব্যাবহার হয়ে আসছে এবং এটি ব্রণ দুর করতে অনেক সাহায্য করে, এরপর এখানে এক চিমটি পরিমান হলুদ গুড়ো নেব, হলুদ গুড়ো ব্রণ দূর করতে এবং ব্রণের জেদি দাগ দূর করতে সাহায্য করে, এবং তার সাথে নিয়ে নেব কয়েক ফোঁটা মধু , এরপর fase pack টি ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এরমধ্যে পরিমাণ মতো জল ও মেশাতে পারি এবং গোলাপ জলও মেশাতে পারি, এরপর মিশ্রণ টি ভালো ভাবে তৈরি করে মুখ থেকে গলা পর্যন্ত লাগিয়ে 20 মিনিট রেখে দিতে হবে।

Benefits of Aloe Vera
Benefits of Aloe Vera

এরপর 20 মিনিট হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।এই pack টি দিনে বা রাতে যখন খুশি ব্যাবহার করতে পারেন,তবে যে কোনো face pack এর ক্ষেত্রে রাতে ব্যাবহার করার পর ফলাফল দ্বিগুণ হয়ে যায়। এই pack টি সপ্তাহে দুই দিন ব্যাবহার করবেন,তবে প্রথম সপ্তাহে অবশ্যই pack টি তিন দিন ব্যাবহার করবেন,এই pack টি ব্যাবহার করার পর ব্রণের সমস্যা দুর হয়ে গেলেও এই pack টি ব্যাবহার করতে পারেন এতে আপনার ত্বক নরম ও উজ্জ্বল হয়ে উঠবে।

প্রথমে 8 থেকে 10 টি তুলসি পাতা নেব, তুলসি পাতা ব্রণ দুর করতে খুব কার্যকারী উপাদান, তুলসি পাতার ব্যাবহার খুব দ্রুত ব্রণ দূর করার উপায় তুলসি পাতা থেকে রস বের করে একটি পরিষ্কার পাত্রে রাখবো তারপর তাতে দুই চামচ aloe vera gel দিতে হবে,এখন এই উপকরণ গুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে, উপকরণ গুলিকে ভালো করে মিশিয়ে ice cube tray তে উপকরণটি ঢেলে ফ্রিজ রেখে দেব, পাঁচ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে মুখে ভালো করে লাগিয়ে নেব বিশেষ করে ব্রণের দাগ গুলোতে বেশি সময় ধরে চেপে রাখতে হবে তাহলে ব্রণের দাগ দূর হবে।

Conclusion

আপনারা যদি এই 3টি পদ্ধতি সঠিক ভাবে প্রয়োগ করেন তাহলে এক সপ্তাহের মধ্যে খুব ভালো ফল পাবে পাবেন,ত্বক উজ্জ্বল ও নরম হয়ে উঠবে, এবং যত টা পারবেন রোদ এড়িয়ে চলুন ভালো মানের sunscreen লাগাতে ভুলবেন না, সুস্থ থাকুন ও নিজের ত্বকের যত্ন নিন।

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো ( আপনি কি ব্রণ সংকান্তে ভুগছেন ? Aloe Vera gel দিয়ে ব্রণ দূর করার সহজ উপায় 2024 Apply Now) কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন সংস্থা নয় এবং পরিচালনা করে না। এটা সমগ্র ইন্টারনেট জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rupcharcha.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় তাহলে ভুলের জন্য আমরা দায়ী নই।

পাঠকদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব করবেন।


Medium WebsiteClick Here
Rupcharcha Twitter PageClick Here
Rupcharcha Facebook PageClick Here

Author

  • Rupcharcha Logo

    Our mission at রুপচর্চা is to enhance your life with the essence of beauty, the knowledge of health care, and the excitement of the newest trends.

    View all posts

Spread the love On Social Media

2 thoughts on “আপনি কি ব্রণ সংকান্তে ভুগছেন ? Aloe Vera gel দিয়ে ব্রণ দূর করার Easy উপায় 2024 Apply Now

  1. অনেক দিন আগে এই problem এ ভুগছিলাম but এটা use করার পর আমার skin এর পরিবর্তন বুঝতে পারছি,thnx😘 oily skin ব্রণ দূর করার জন্যে কিছু উপায় বললে অনেক help হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Top