4 effective face masks with Multani mati | ত্বকের গভীর থেকে পরিস্কার করার কার্যকরী ফেইস মাস্ক

Updated On:
4 effective face masks with Multani mati

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

4 effective face masks with Multani mati – মুলতানি মাটি আজ বলে নয় বহু বছর থেকে চলে আসছে এর ব্যবহার। শুধু ত্বকের যত্ন নয় মুলতানি মাটি চুলের ও যত্ন নেয়। মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য কত টা ভালো আমরা প্রায় সবাই জানি। মুলতানি মাটির সাথে আরো কিছু উপাদান মিশিয়ে ব্যবহার করা যায় তাহলে আরো ভালো ফল পাওয়া যাবে। আর ত্বক হবে ঝকঝকে সাদা ও সুন্দর করে তোলে।

সৌন্দর্যচর্চায় বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি। মুলতানি মাটি প্রাকৃতিক খনিজে ভরপুর। অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এই মাটি ধুলোময়লা পরিষ্কার ও অতিরিক্ত তেল শোষণ করতে দূর্দান্ত কার্যকরী। কোনো কেমিক্যাল ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুল পরিষ্কার এবং তৈলাক্ত ভাব দূর করতে মুলতানি মাটির ব্যবহার খুবই কার্যকর। সত্যি বলতে ত্বকের জেল্লা ফেরাতে আর ভালো রাখতে ম্যাজিকের মতো কাজ করে এই মুলতানি মাটি। তা আর বলার অপেক্ষা থাকে না।

মুলতানি মাটি ব্যবহার করে ত্বককে পরিস্কার রাখার উপাদান গুলি হলো :

  • মুলতানি মাটি ও আলুর রস
  • মুলতানি মাটি ও গোলাপ জল
  • মুলতানি মাটি ও আমন্ড ও দুধ
  • মুলতানি মাটি ও হলুদ ও মধু

4 effective face masks with Multani mati

মুলতানি মাটি ও আলুর রস ব্যবহার করার নিয়ম | 4 effective face masks with Multani mati

একটি পাত্রে নিয়ে নেবো ১ চামচ মুলতানি মাটি এবং আলুর রস। আলুর রস আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তারপর ওই উপাদান গুলি ভালো করে মিশিয়ে নেবেন। এরপর সারা মুখে লাগিয়ে নেবেন। তারপর ২০ মিনিট রেখে দিতে হবে, শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর ধুয়ে নেবেন। আপনার ত্বককে গভীর থেকে পরিস্কার করতে সাহায্য করবে।

মুলতানি মাটি ও আলুর রস
মুলতানি মাটি ও আলুর রস

মুলতানি মাটি ও গোলাপ জল ব্যবহার করার নিয়ম | 4 effective face masks with Multani mati

একটি পাত্রে ১ চামচ মুলতানি মাটি ও পরিমাণ মতো গোলাপ জল আর ২ ফোঁটা লেবুর রস নিয়ে নিতে হবে। গোলাপ জল আমাদের ত্বকের জন্য কত টা উপকারি টা আমরা সবাই জানি প্রায়। মুলতানি মাটি এবং গোলাপ জল এই উপাদান টি তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। তারপর ওই উপাদান গুলি ভালো করে মিশিয়ে নেবেন। এরপর সারা মুখে লাগিদুধ য়ে নেবেন। তারপর ২০ মিনিট রেখে দিতে হবে,শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর ধুয়ে নেবেন। আপনার ত্বককে গভীর থেকে পরিস্কার করতে সাহায্য করবে।

মুলতানি মাটি ও গোলাপ জল
মুলতানি মাটি ও গোলাপ জল

মুলতানি মাটি ও আমন্ড ও দুধ ব্যবহার করার নিয়ম | 4 effective face masks with Multani mati

একটি পাত্রে ১ চামচ মতো মুলতানি মাটি ১ চামচ আমন্ড ও পরিমান মতো দুধ নিয়ে নিতে হবে। আমন্ডও হল এমনই একটি প্রাকৃতিক উপাদান যা রূপচর্চায় ব্যবহার করা হয়। প্রাচীনকাল থেকে ত্বককে পুষ্ট করতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে আমন্ড (Almonds) ব্যবহার করা হচ্ছে।এতে ভিটামিন -E, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই উপাদান টি শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। তারপর ওই উপাদান গুলি ভালো করে মিশিয়ে নেবেন। এরপর সারা মুখে লাগিয়ে নেবেন। তারপর ২০মিনিট রেখে দিতে হবে,শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর ধুয়ে নেবেন। আপনার ত্বককে গভীর থেকে পরিস্কার করতে সাহায্য করবে।

মুলতানি মাটি ও আমন্ড ও দুধ
মুলতানি মাটি ও আমন্ড ও দুধ

মুলতানি মাটি ও হলুদ ও মধু ব্যবহার করার নিয়ম | 4 effective face masks with Multani mati

একটি পাত্রে নিয়ে নেব ১ চামচ আর একটু হলুদ এবং ১ চামচ মধু। হলুদ বিভিন্ন উপায়ে মুখের জন্য উপকারী। এই পুরানো পদার্থটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে বেশি যা ব্রণ এবং ব্রণের দাগ, মধু তে অনেক গুণ আছে।মধুরঅ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপ্টিক এবং ব্যাক্টেরিয়ারোধী উপাদান ব্রণ দূর করতে সাহায্য করে। তারপর ওই উপাদান গুলি ভালো করে মিশিয়ে নেবেন। এরপর সারা মুখে লাগিয়ে নেবেন। তারপর ২০ মিনিট রেখে দিতে হবে, শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর ধুয়ে নেবেন। আপনার ত্বকের ব্রণ দূর করে ত্বককে উজ্জ্বল রাখে।

মুলতানি মাটি ও হলুদ ও মধু
মুলতানি মাটি ও হলুদ ও মধু

Conclusion

তাই আয়ুর্বেদেও রূপটানে এই মাটির বিশেষ কদর আছে। নিয়মিত ব্যবহার করলেও অনেকেই জানেন না এই মুলতানি মাটি কী। এটি এক ধরনের কাদামাটি। এটি জলের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হয় (4 effective face masks with Multani mati)। ত্বক উজ্জ্বল করতে, ব্রণ, দাগ ইত্যাদি কমাতে এই মাটির ফেসপ্যাক ব্যবহৃত হয়। রূপচর্চায় (ত্বক ও চুল) প্রাচীন মুলতানি মাটির সঠিক ব্যবহার করে আপনার ত্বককে আরো সুন্দর করে তুলুন। তবে শুধু ত্বকের যত্ন নিলেই হবে না তার সাথে সাথে শরীরের যত্ন নিতে হবে তাই পরিমাণ মতো জল পান করুন সুস্থ থাকুন।

আরো পড়ুন : তৈলাক্ত ত্বকের যত্ন | Skin care for oily skin

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো (4 effective face masks with Multani mati) কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন সংস্থা নয় এবং পরিচালনা করে না। এটা সমগ্র ইন্টারনেট জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rupcharcha.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় তাহলে ভুলের জন্য আমরা দায়ী নই।

পাঠকদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব করবেন।

বিঃদ্রঃ: এই আর্টিকেলের প্রোডাক্ট লিঙ্ক গুলি অ্যাফিলিয়েট লিঙ্ক হতে পারে। আপনার প্রয়োজনে প্রোডাক্ট নির্বাচনে সতর্ক হোন।


Rupcharcha Medium WebsiteClick Here
Rupcharcha Twitter PageClick Here
Rupcharcha Facebook PageClick Here
Rupcharcha LiveJournal PageClick Here
Rupcharcha Quora PageClick Here
Rupcharcha Pinterest PageClick Here
Rupcharcha Reddit PageClick Here

Follow Us On

Leave a Comment